Dhaka 2:49 pm, Monday, 23 December 2024

বিএনপি নেতাদের মারধর: দুই মামলায় পলকসহ আসামি ৮৩

নাটোরের সিংড়ায় নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্ট ও দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাদের মারধরের অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ সময় আরও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) রাতে মামলাটি রেকর্ড হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

সিংড়া উপজেলার ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় উল্লেখ করেন, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কৈগ্রাম এলাকায় ৩০/৪০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেল এবং ভ্যানে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। বাদীর একটি মোবাইল ফোন ছিনতাই করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল ন।ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। পলক ছাড়াও ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওপর মামলাটি করেন রামানন্দ খাজুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন।মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকা অবস্থায় বাদোপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারপিট, মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন যুবদল নেতা শিমুল হোসেন। পরদিন উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে ওই যুবদল নেতাকে রক্তাক্ত করেন আসামিরা। ওই মামলায়ও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলককে। পলক ছাড়াও ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বিএনপি নেতাদের মারধর: দুই মামলায় পলকসহ আসামি ৮৩

আপলোড সময় : 08:01:37 pm, Tuesday, 3 September 2024

নাটোরের সিংড়ায় নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্ট ও দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাদের মারধরের অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ সময় আরও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) রাতে মামলাটি রেকর্ড হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

সিংড়া উপজেলার ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় উল্লেখ করেন, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কৈগ্রাম এলাকায় ৩০/৪০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেল এবং ভ্যানে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। বাদীর একটি মোবাইল ফোন ছিনতাই করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল ন।ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। পলক ছাড়াও ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওপর মামলাটি করেন রামানন্দ খাজুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন।মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকা অবস্থায় বাদোপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারপিট, মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন যুবদল নেতা শিমুল হোসেন। পরদিন উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে ওই যুবদল নেতাকে রক্তাক্ত করেন আসামিরা। ওই মামলায়ও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলককে। পলক ছাড়াও ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’