কুমিল্লার লাকসাম উপজেলার ৫ বারের সংসদ সদস্য ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার আওয়ামিলীগের মো: তাজুল ইসলাম। চলতি বছরের ৫ আগস্ট এই স্বৈরশাসক হাসিনার পতন হওয়ার পর লাকসামের উচ্চপদস্থ আওয়ামিলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েও এখনো পূর্বের ন্যায় দূর থেকে ক্ষমতা দেখানোর চেষ্টা এখনো অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের ততকালীন ছাত্রদল সদস্য, সাবেক পৌরসভা ১ নং ওয়ার্ড ছাত্রদল যুগ্ন-আহবায়ক, লাকসাম পৌরসভা সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ও বর্তমান লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো: জাহিদ হোসেন রিপনকে তার নিজ গ্রাম লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড নশরতপুর গ্রামে বিএনপি করার অপরাধে সমাজচ্যুত করা হয়েছে। মোকাবেলা করতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন হামলা-মামলা।
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একসময়ের রিক্সা চালক, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলামের শ্যালক লাকসাম উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মমহব্বত আলীর সাথে িে ায়া জমিন বিক্রির দালালী করে আংগুল ফুলে কলাগাছ বনে গিয়ে ১ নং ওয়ার্ডের বিএনপি জামায়াতের ১নাম্বার শত্রু নামে পরিচিত বিল্লাল হোসেন এই এলাকায় সন্ত্রাসের কার্যকলাপ চালিয়েছিলেন। কারনে অকারণে অসংখ্য মানুষকে যেখানে সেখানে মারধর করে চাঁদাবাজি করারও অনেক প্রমাণ উঠে আসে।
শুধু তাই নয়, এই জাহিদ হোসেন রিপনকে বিগত স্বৈরশাসক আমলে তাকে মোট ৮ বার মারধর করে, ৩ বার বাড়ি ঘর ভাংচুর করে, মোটরসাইকেল ভাংচুর, একটি বড় অটো ভাংচুর ও বাড়ির সমস্ত আসবাবপত্র ভাংচুর করে নির্মম ভাবে তাকে তিলে তিলে নির্যাতন করলেও শহীদ জিয়ার আদর্শের সৈনিক কখনো মাথানিচু না করে বিএনপির জন্য ছুটে চলেছেন। শুধু তাই নাই জংশন বাজারে থাকা জাহিদ হোসেন রিপনের একটি মোবাইল দোকানও বন্ধ করে দেয়।
ঘাতক বিল্লাল হোসেন বর্তমানে প্রশাসনের অবৈধ অস্ত্র তালিকার অন্যতম সদস্য ও সে লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড সাবেক যুবলীগ সহ-সভাপতির দায়িত্ব পালন করতো।
বিল্লাল হোসেন কে নিয়ে লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক জাহিদ হোসেন রিপন ফেইজবুকে স্ট্যাটাস দেওয়াতে বিল্লালের পক্ষ হয়ে তারই ভাগিনা তামিদ খান ততকালীন ছাত্রলীগ কর্মী বর্তমানে প্রবাসে থেকে জাহিদ হোসেন রিপন কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এইদিকে সন্ত্রাসের গডফাদার বিল্লাল ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাবেক ছাত্রদল ও বর্তমান লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো: জাহিদ হোসেন রিপন।