মোঃ ইকরামুল হক রাজিব।।
আগস্ট মাসে দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনবার্সন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে বাগেরহাটের মোংলা উপজেলার তৃতীয় লিঙ্গের একটি প্রতিনিধি দল।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে অনুদানের নগদ ১ লক্ষ টাকা দেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি শিখা রানী।
তৃতীয় লিঙ্গের দেয়া অনুদানের নগদ টাকা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ তাজউদ্দিন বাদশা, চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ প্রমুখ।
তৃতীয় লিঙ্গের মোংলার দায়িত্বপ্রাপ্ত শিখা রাণী এ প্রতিবেদককে বলেন, আমাদের সাধ্য সীমিত। আমরা মানুষের সহায়তা নিয়ে জীবন যাপন করি। আমরাও এ দেশের মানুষ। আমাদের দেশের কয়েকটি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যা কবলিত এলাকায় অধিকাংশ ঘর-বাড়ী নষ্ট হয়ে গেছে। অনেকে ঘর ছাড়া খোলামাঠে বসবাস করছে। আমরা চাই তারা ভালো থাকুক। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.