বান্দরবানের ২২০(দুইশত বিশ) কেজি চোলাইমদ তৈরীর উপকরণ কথিত মলি সহ হাতেনাতে মোঃ আব্দুল মোমেন (২১)
নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) বান্দরবান সদর থানাধীন ০২নং কুহালং ইউপির ডুলুপাড়া চেকপোস্ট সংলগ্ন পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
বান্দরবান পার্বত্য জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব সৈকত শাহীন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ, জনাব আবদুল জলিল সাহেবের নেতৃত্বে এসআই(নি:)/মোঃ নাজির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।