এম ইসলাম দিলদার, বাঘা, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার সদরের কৃতি সন্তান, নম্র বিনয়ী, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে পরিচিত বাংলাদেশ সরকারের শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্তের ৫২ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কেটে আনন্দঘন আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার নারায়নপুর বাজারস্থ তানভীর আহমেদ পিয়াসের অফিস কক্ষে কেক কেটে মিষ্টি মুখ করে আলোচনা ও দোয়া করা হয়।
জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামে ১৯৭৩ সালের ১৫ অক্টোবর একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন শ্রী রথীন্দ্রনাথ দত্ত। তার পিতা রোহিণী দত্ত ও মা আরতি দত্ত। পরিবারে তারা দুই ভাই, তিন বোন। স্ত্রী ও ২ কন্যা সন্তান নিয়ে তার সংসার। তিনি তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস (কর্মক্ষেত্র) করেন।
তিনি তার কর্মজীবনে বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এর দায়িত্বে রয়েছেন। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের একান্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার, উপ-পরিচালক বি সি এস (প্রশাসন) একাডেমী,
শাহবাগ, ঢাকা ও লক্ষীপুরের ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে এসেছেন। সেবা প্রদানে করেননি কখনো কার্পণ্যতা। কর্মজীবনে যেখানেই দায়িত্ব পালন করেন সেখানেই হাস্যজ্জল মুখে সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করে চলেছেন তিনি।
যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত দৈনিক কালবেলা প্রতিবেদক এম ইসলাম দিলদার কে বলেন, আসলে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তোমাদের প্রতি অত্যন্ত ঋণী যে তোমরা আমাকে স্মরণ করেছ মনে রেখেছো। আমার এই ৫২ তম জন্ম দিবসে তোমরা আমাকে যে শুভেচছা জানিয়েছো আমি আমার তরফ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।আসলে জন্ম দিবস আমার কাছে একটা সংখ্যা মাত্র আমি আমার আমি মনে করি সবাই মিলে আমার দেশ সবার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।আমরা এক জন আর একজনের পাশে হাত বাড়িয়ে দেই তাহলে সে মানুষটি আমাদের সাথে উপরে উঠে আসতে পারবে এবং আমার নিজস্ব প্রচেষ্টা হচ্ছে এভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া।এবং তোমাদের দোয়াতে আমার বড় মেয়ে এবার এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে আজকে পাস করলো এবং একই সাথে দুটি অত্যন্ত আনন্দের খবর আমি এখানে একটা সিনিয়র স্টাফ কোর্স করছি সাভার বিএফডসিতে ম্যারাথনে আমি ৯ম হয়েছি।আবার সাঁতার প্রতিযোগিতা আমি রানারআপ হয়েছি। আমি চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য কাজ করতে এবং আরো আরো বেশি যদি কাজ করতে পারতাম আরো যদি মানুষের পাশে দাঁড়াতে পারতাম তাহলে আমার জীবনটাকে স্বার্থক বলে মনে করতাম আমি। ধন্যবাদ তোমাদের সবাইকে।
নারায়নপুর বাজারস্থ কেক কাটা আলোচনাসভা ও দোয়াতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রহমান, শাহদ্দৌলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল এর সাবেক সভাপতি তানভীর আহমেদ পিয়াস, জেলা ছাত্রদল এর সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল , মৌসুম আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন অনিক, পাকুরিয়া ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি হাফিজুল ইসলাম সনেট, যুবদল নেতা শামীম হোসেন যুবদল নেতা মেহেদী হাসান রিঙ্কু, যুবদল নেতা মাইনুল ইসলাম, যুবদল নেতা রনি আহমেদ, যুবদল নেতা আরিফ, রাজীব, ভুট্টো, সাব্বির, লালন সরদার, প্রান্ত পান্ডে, সুজন ঘোষ, সবুজ ঘোষ, স্বাধীন সরদার, তরিকুল ইসলাম বিদ্যুৎ, বিপ্লব সরকার, বাবু প্রমুখ।