বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
শুক্রবার ( ১২ জুলাই) বিকেলে বাঘা উপজেলা আ'লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের উদ্বোগে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু ও নিহত আশরাফুল ইসলাম বাবুলের বড় ছেলে আশিক জাবেদ।
এসময় উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, শিবলী আল রাব্বি, শান্ত শেখ, আরেফিন শিমুল, বাজু বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ, শাহিনুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপ্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল, ফাঁসি- ফাঁসি- ফাঁসি চাই, আক্কাস-মেরাজের ফাঁসি চাই।
ঘটনা সূত্রে, গত ২২ জুন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। পরবর্তীতে ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাস আলীকে প্রধান করে ৪৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা করেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.