বাগেরহাটের কু-কোড়ামারায় বাড়ীদখল ও লুটপাটের ঘটনার অভিযোগ করে পালিয়ে বেড়াচ্ছে এক প্রবাসীর বাবা মা । ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কু- কোড়ামারা গ্রামে।
বাড়ী দখল , গরু , স্বর্ণালংকার, ঘরের মালামাল লুট, হওয়ার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন সুরাহ না মেলায় গ্রাম ছাড়া হয়ে পথেপথে ঘুরে বেড়াচ্ছে বাগেরহাট সদর উপজেলার কু কোড়ামারা গ্রামের সিংগাপুর প্রবাসী মোঃ ইউসুব খান এর বৃদ্ধ পিতা খান হাবিবুর রহমান ও তার মা সুফিয়া বেগম।
প্রবাসী ইউসুব খানএর পিতা হাবিবুর রহমান বলেন, গত ৫ আগষ্ট রাত ৮ টার দিকে এলাকার কু-কোড়ামাড়া গ্রামের শেখ মোহাম্মদ আলী ও তার ছেলে বাগেরহাট জেলা জজ আদালতের প্রসেস সার্ভেয়ার মেহেদী হাসান এর নেতৃত্বে ২০/২২ জনের এক দল সন্ত্রাসী আমার বাড়ী হামলা চালিয়ে ভাংচুর করে বাড়ী দখল করে নেয়। এসময় তারা আমার ঘরে রাখা ৫টি জমির দলিল, চারটি চেক বই, তিনটি গরু, ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয় । এবিষয়ে আমি সদর থান, জেলা প্রশাসক, সেনা ক্যাম্প সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি। হাবিবুর রহমান আরো বলেন, আমি প্রশাসনের কাছে আবেদন করেও কোন ফল পাইনি বরং এখন আমি ও আমার স্ত্রী বিভিন্ন আত্মীয়র বাড়ীতে পালিয়ে থাকতে হচ্ছে।
প্রবাসী ইউসুব খানএর বৃদ্ধ মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলে দীর্ঘ ৯ বছর সিংগাপুরে থাকে আমার ছেলে অনেক কষ্ঠ করে বিদেশ থেকে টাকা আয়করে আমাদের চালায় , আমি সেই টাকা থেকে অতি কষ্টে কিছু জমি , তিনটি গরু, ৩ ভরি স্বর্ণ যুগিয়েছি মেহেদী হাসান ৫ আগষ্ঠ রাতে লোক জন এনে আমার বসত ঘর ভাংচুর করে মালামাল নিয়ে যায় এখন বাড়ী দখল করে রেখেছে আমি প্রশাসনের কছে আবেদন করেও কোন সমাধান পাই নি। আমি আমার লুটহওয়া মালামাল সহ আমার বাড়ী ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্ত ক্ষেপ কামনা করছি।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.