মোঃ ইকরামুল হক রাজীব।।
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার(১১ জুলাই) সন্ধ্যায় শ্রীফলতলা দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদে এ কমিটি গঠন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোঃ বজলুর রহমান। মসজিদের সেক্রেটারি মাহবুব রহমান’র সভাপতিত্বে ও জামায়াত কর্মী জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল সদর ইউনিয়নের সভাপতি শেখ আসাদুজ্জামান (আসাদ) ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়নের সেক্রেটারি সরোয়ার শেখ।
এসময় জামায়াত ইসলামী ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে জয়নাল আবেদীন ও সেক্রেটারি হিসেবে সরদার মাহবুব রহমানকে দায়িত্ব দেওয়া হয়। একইসাথে যুব কমিটির সভাপতি হিসেবে মুদাচ্ছের হোসেন ও সেক্রেটারি হিসেবে আব্দুল হালিমকে দায়িত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শিবির নেতা সাব্বির হোসেন, তায়েব নূর, সুলাইমান, সবুজ, বরকত উল্লাহ, আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতের ইসলামী কখনো ও হিংসা হানাহানি পন্দ করে না। জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। সবাই আমাদের ভাই। সকল মুসলমানদের ইসলামকে পরিপূর্ণভাবে গ্ৰহন করে এবং আল্লাহ আদেশ পালন করতে হবে। নতুন কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করতে বলা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.