জমি নিয়ে বিরোধের জেরে কৃষক কামরুল হাসান ঝন্টুকে পিটিয়ে হত্যা ও বাড়ীতে লুটপাটের মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন সহ গ্রামবাসী।
আজ রবিবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নিহতের স্ত্রী অন্তরা খাতুন,ছেলে মেহেদি হাসান, মেয়ে আফরিন জাহান রিয়া সহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। হত্যাকারীরা যেন এই সমাজে কোন ভাবে আর ফিরে আসতে না পারে। দ্রুত আসামীদের গ্রেফতার করে ফাঁসীর দাবী জানান তারা। উল্লেখ্য, গত ৬ আগষ্ট ৬ বেলা ১১ টার দিকে একদল সন্ত্রাসী কামরুল হাসান ঝন্টুর বাড়ীতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং বাড়ীতে ভাংচুর সহ লুটপাট করে চলে যায়। পরে গুরুতর জখম অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঝন্টু। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা খাতুন বাদী ে ২ জনের নাম উল্লেখ সহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে বাগাতিপাড়া থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.