পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষ্যে ১১ টি জন সমবায় গ্রুপের সমন্বয় সমবায় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। স্পিড ট্রাস্ট আয়োজনে কমিউনিটি পর্যায়ে দিবসটি যথযোগ্য মর্যাদায় উদযাপনে চন্দ্রদ্বীপ ১৭ নভেম্বর (রবিবার) আলোচনা সভা, মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অফিসার রিনা ঘোষ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপসহকারি কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন বাউফল দায়িত্ব প্রাপ্ত মো: হানিফ।
এনিমেটর সাইফুল ইসলাম পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষক আহসান হাবিব, ইউপি সদস্য মো: শাহজালাল। জন সমবায় গ্রæপ লীডার জেসমিন বেগম, মিনারা বেগম, ভলান্টিয়ার জান্নাত বেগম, সিপিপি সদস্য রেজাউল পালোয়ান। দিবসটি উদযানে আংশিক কর্মসূচী স্পিড ট্রাস্ট বাউফল ফিল্ড অফিস পালিত হয়েছে। জন সমবায় গ্রæপ সদস্যদের কন্যা সন্তান (কিশোরী দল) প্রথম পক্ষ সমবায় ভিত্তিক চাষাবাদ, প্রতিপক্ষ ব্যক্তিগত উদ্যোগে চাষাবাদ সুবিধা অসুবিধা নিয়ে এক বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাহিদুল ইসলাম। এ সময় সমবায় ভিত্তিক চাষাবাদ ও ব্যক্তি উদ্যোগে চাষাবাদ দেশের খাদ্য ঘাটতি পূরনে কি ধরনের প্রভাব নিয়ে আলোচনা করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ফোকাল পার্সন মোসা: নাসিমা বেগম ও প্রানী সম্পদ অধিদপ্তর এলএসপি সাবিকা বেগম। আলোচনা সভা শেষান্তে সমবায় ভিত্তিক বিভিন্ন দাবি বাস্তবায়নে চন্দ্রদ্বীপ ও বিলবিলাস এলাাকায় পৃথক দুটি মানববন্ধন করে।
উল্লেখ্য, এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের বাউফল ১১ টি জন সমবায় গ্রæপ রয়েছে। প্রতি বছর নভেম্বর মাসে জাতীয় সমবায় দিবস পালিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর চন্দ্রদ্বীপ ও বিলবিলাস দিবসটি পালিত হয়েছে। এ বছরের দিবসটি প্রতিপাদ্য ছিল, সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.