পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাউফল বরিশাল মহাসড়কের গোসিংগা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই সময় বক্তারা বলেন, একাধীক মাদক ও হত্যা মামলার আসামী মিন্টু এলাকার পরিবেশ বিঘ্ন করছে। পুলিশের একজন কর্মকর্তা তার আত্মীয় হওয়ায় তিনি আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে আসেন। যতবার গ্রেফতার হয়েছেন ততবারই দ্রুত সময় তিনি জেল থেকে বেড়িয়ে এসে নতুন উদ্দ্যমে ব্যবসা চালু অব্যাহত রাখেন। একই পরিবারের রাকিব মুসা ও মিন্টু মৃধার স্ত্রী রাবিয়াও মাদক ব্যবসার সাথে জড়িত। গোসিংগা ও বীরপাশা গ্রামের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমাজ সেবক রিয়াজ মৃধা, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, ইউপি সদস্য আ: মালেক খান, রাজিব ও স্থানীয় সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.