পটুয়াখালীর বাউফলে খুচরা ব্যাবসায়ীদের কাছে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্যের ম্যামো না থাকার অপরাধে বসুন্ধরা সিলিন্ডার গ্যাসের একজন ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৩নভেম্বর) দুপুরে ডিলার সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে বাজার মনিটরিং বিষয়ে একটি সাক্ষাৎকারে বাউফলের ইউএনও মো. বশির গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাতে উপজেলার কালাইয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমন নামের ওই ডিলারকে অর্থদন্ডসহ কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড, বাউফল প্রতীক কুমার কুন্ডু।
এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু জানান, সরকার নির্ধারিত মূল্যের চাইলে অতিরিক্ত দামে খুচরা ব্যাবসায়ীদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার সময় স্থানীয় খুচরা ব্যাবসায়ীরা ডিলার সুমনকে আটক করে সাংবাদিকদের জানান। সাংবাদিকরা ইউএনওকে বিষয়টি জানায়। খবর পেয়ে কালাইয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ডিলার সুমন কোনো ধরনের ক্রয় বিক্রয়ের চালান (ম্যামো) দেখাতে পারেনি। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে উক্ত সাজা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত সুমন ‘মেসার্স শুভ স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের ডিলার হিসেবে ব্যাবসা পরিচালনা করে আসছেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.