Dhaka 7:42 pm, Wednesday, 25 December 2024
বেকিং নিউজ :

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ইমাম হোসেন(৬) ও আবু বকর (৪) নামের দুই সহোদর মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, দুপুর ২টার দিকে তিনি তার দুই ছেলে ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন। তিনি সহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত আছেন।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

কুমিল্লায় জিএমপিএ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

আপলোড সময় : 09:49:05 pm, Thursday, 7 November 2024

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ইমাম হোসেন(৬) ও আবু বকর (৪) নামের দুই সহোদর মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, দুপুর ২টার দিকে তিনি তার দুই ছেলে ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন। তিনি সহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত আছেন।