পটুয়াখালীর বাউফলে জন সমবায় গ্রুপের সাথে স্থানীয় সেবামূলক প্রতিষ্ঠানের নলেজ শেয়ারিং ও সর্ম্পক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে ১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় স্পিড ট্রাস্ট ফিল্ড অফিস বিলবিলাস আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া রিলেশন অফিসার দেবাশীষ কুমার রায়, কৃষি ব্যাংক প্রতিনিধি নজরুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন খান, কৃষি উদ্যোক্তা নাসির উদ্দিন খান।
উজ্জীবক সাইফুল ইসলাম উপস্থাপনায় সভায় জন সমবায় গ্রæপ কার্যক্রম এবং বিএলআরআই প্রশিক্ষণ অভিজ্ঞতা শেয়ার করেন গ্রæপ নেতা খাদিজা বেগম। সম্প্রতি ময়মনসিংহ জয়নাল উদ্যানে আয়োজিত মেলা অভিজ্ঞতা বিনিময় করেন স্পিড ট্রাস্ট সালমা বেগম।
প্রান্তিক গ্রামীণ ভ‚মিহীনদের ভ‚মিস্বত্ব এবং সরকারি পরিষেবা প্রকল্প অধীনে জন সমবায় গ্রæপ সদস্যদের স্থানীয় সরকারি প্রতিষ্ঠান সাথে নলেজ শেয়ারিং ও সম্পর্ক উন্নয়ন সভা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এ সভায় অনুষ্ঠিত হয়। সভা কৃষি ব্যাংক এবং ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় প্রক্রিয়া, কৃষি ঋণ বিষয় ধারনা প্রদান করেন। স্থানীয় সরকার ইউপি সেবা সমূহ এবং প্রতিশ্রতি প্রদান করেন। পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজী চাষ এবং যৌথ কৃষি চর্চা সুফল বিষয় আলোচনা করা হয়।
উল্লেখ্য,এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের সহযোগিতায় স্পিড ট্রাস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নে সুবিধাবঞ্চিত প্রান্তিক গ্রামীণ ভ‚মিহীনদের ভ‚মিস্বত্ব এবং সরকারি পরিষেবা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাস্তবায়ন কৌশল ১১ টি জন সমবায় গ্রæপ সদস্য সাপ্তাহিক বৈঠকের মাধ্যমে ভূমিষত্ব, যৌথ পূজি, সরকারি সেবা গ্রহন এবং কৃষি চর্চা ও বাজারজাতকরণ নিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ বাস্তবায়ন করে থাকে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.