পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস-২০২৪ উদযাপনে ক্যাম্পোইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর (শুক্রবার) সকালে ১০ টায় চন্দ্র¦ক্যাম্পেইন শুরু হয়েছে।
এ সময়ে বিভিন্ন দাবী তুলে বিলবোর্ড প্রদর্শনীয় করেন। স্পিড ট্রাস্ট আয়োজনে ব্রীজ ঘাট চত্বরে আয়োজিদ আলোচনা সভায় প্রধান অিতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপসহকারি কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবীন শিক্ষক সাংস্কৃতিক উন্নয়ন কর্মী মো: আহসান হাবিব। উজ্জীবক ও প্রতিদিনের কাগজ বাউফল প্রতিনিধি সাইফুল ইসলাম পরিচালনায় ধারনাপত্র পাঠ করেন মিয়াজান জন সমবায় দলীয় নেত্রী সীমা বেগম। ধারনাপত্রের উপর বক্তব্য রাখেন. দলনেতা মিনারা বেগম, জেসমিন বেগম ও সালাম গাজী ও সালমা বেগম প্রমুখ।
এএলআরডি মিজেরিয়া প্রকল্পের চন্দ্রদ্বীপ জন সমবায় দলীয় অংশগ্রহনকারী ‘‘বৈষম্যহীন সমাজ গড়তে নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাড়াই একসাথে’’ শ্লোগান নিয়ে জন সমবায় দলের উপকারভোগী দাবী করেন নারী কৃষকের জন্য সহজ শর্তে ব্যাংক ঋন ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরন। খাসজমি বন্দোবস্তের অগ্রাধিকার তালিকা থেকে সক্ষম পুত্রসন্তানসহ নারী প্রধান পরিবারের শর্ত বাতিল করতে হকে। সম্পদ ও সম্পতিতে নারী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সকল কর্মে নারীর সমান মজুরী নিশ্চিত করতে হবে।