পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯ জেলেকে তিন সপ্তাহের বিনাশ্রমে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময়ে ৫ মন ইলিশ মাছ জব্দ করেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাউফল সহকারি কমিশনার ভূমি প্রতীব কুমার কুন্ড এ কারাদন্ড দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সজিব জানান, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ধুলিয়া পয়েন্টে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনটি নৌকাসহ নৌ-পুলিশের সহযোগিতায় ৯ জেলেকে আটক করে। পরে রাতে আটককৃত নয় জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তিন সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাইয়া লঞ্চ ঘাট এলাকা থেকে মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথ ভাবে ১টি স্পীড বোডসহ ৫ মন ইলিশ মাছ জব্দ করেন। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরন করা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.