বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩০শে নভেম্বর) বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার আয়োজনে, সকাল ১১টায় নীলফামারী প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুল বারি। কুরআন তিলাওয়াত করে আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
সাধারণ সম্পাদক হামিদার রহমানের সঞ্চালনায়, এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক, নুর আলম, প্রচার প্রকাশনা সম্পাদক, নাছির উদ্দিন শাহ মিলন, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার, সৈয়দপুর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি পারভেজ, সভায় বাংলাদেশ প্রেস ক্লাবের ছয়টি উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সহ-সভাপতি ও নীলফামারী জেলার সভাপতি জনাব আব্দুল বারী পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখা কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.