৬ষ্ঠ রামপাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার বাঁশতলী ইউনিয়নবাসীর উদ্যোগে আনারস প্রতীক, তালা প্রতীক ও কলস প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ ই মে) বিকেলে ১০ নং বাঁশতলী ইউনিয়ন এর গিলাতলা বাজার মাছ চান্দিনা চত্বরে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাওলাদার আবু তালেব এর সভাপতিত্বে ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাসার বাচ্চু’র সঞ্চালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনেয়ারা মিলি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে,আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে,দল-মত নির্বিশেষে,শতভাগ ভোটার উপস্থিতি থাকা ও
রামপাল উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ও নির্বাচনে জয়ী হয়ে রামপাল উপজেলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী,সাবেক ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন,সাবেক রামপাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হামিম নূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান সহ- বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও শত শত নারী পুরুষ এ সময় উপস্থিত থাকেন।