"দক্ষতা বৃদ্ধি জীবনে সমৃদ্ধি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে।
ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গঠনে উৎসাহ দিতে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে ব্র্যাক আই এসডি রাজশাহী শাখা এই সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন,বর্তমানে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের প্রচুর চাহিদা আছে এবং সেই সুযোগ তোমরাও নিতে পারো ।
আলোচকেরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে প্রস্তুতি,ধাপ, প্রশিক্ষণ ও আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিশেষে একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তিন জন বিজ়ে প্কৃত করা হয়।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের শিক্ষক মো.সাজ্জাদ হোসাইন,মুহাম্মদ রাকিব হোসাইন , তন্দ্রা মন্ডল ও সাঈদ ইবরাহীম রিফাত।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক আইএসডি রাজশাহী শাখার অফিসার মো নূর হাসেম বাঁধন,মো আশিকুল ইসলাম,সাউদা জামান রিশা, আশরাফুল আলম।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.