বরুড়া কুমিল্লার বরুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের শালুকিয়া এলাকায় নিজ বসত শরীফ (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। আজ বুধবার (২৭ মার্চ) সকাল নয়টার দিকে নিহত শরীফের ঘরের দরজার ফাঁক দিয়ে এক মহিলা প্রতিবেশী তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে বাড়ির সবাইকে খবর দেয়। নিহতের ঘরের সামনে রক্তমাখা বৈদ্যুতিক তার ও বাড়ীর সিমানা টিনের বেড়ায় রক্ত দেখা যায়। কখন এই ঘটনা ঘটানো হয়েছে তার প্রতিবেশীরাও টের পায়নি।
পারিপারিক সূত্র জানা যায় শরীফ একাধিক মামলার আসামী। কিছুদিন আগে সে কারাগার থেকে জামিনে বেড়িয়ে আসছে। তার উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারনে দুই স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পারবর্তীতে তারা তাকে তালাক দিয়ে দেয়। এছাড়া তার আতঙ্কে মা ও বাড়িতে থাকেন না।
নিহতের ছোট ভাই অটোচালক আরিফ জানায়, আনুমানিক ২০ দিন আগে শরীফ তার অটো নিয়ে বিক্রি করে দিয়েছে। এ ঘটনায় সে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। শরীফের আতঙ্কে সেও গত কয়েকদিন যাবৎ বাড়িতে থাকেন না বলে জানায়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.