Dhaka 6:51 pm, Sunday, 22 December 2024

বরুড়ায় ছোটতুলাগাঁও জায়গা দখল দেওয়ার চেষ্টায় বড় ভাইয়ের বিল্ডিং ঘর ভেঙ্গে দিল ছোট ভাই

কুমিল্লা জেলার বরুড়ায় আড্ডা ইউনিয়ন ছোটতুলাগাঁও গ্রামের বড় ভাইয়ের নির্মাণাধীন বিল্ডিং ঘর ভেঙ্গে দিলো একই বাপের সন্তান সৎ ভাই (ছোট ) মোকারাম বিল্লা বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট তুলাগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোকারাম বিল্লা (৪২), তার স্ত্রী পারুল আক্তার(৩৫)-,ছেলে সায়েম মিয়া( ২৪ ) মিলে সিদ্দিকুর রহমান এর বড় ছেলের নির্মাণাধীন বিল্ডিং ঘর ভেঙ্গে দিলো গত ২৩-৩-২০২৪- শুক্রবার জন্মার নাজের সময়।

বাদী মোতাছাম বিল্লা (৪৮) অভিযোগে জানায় আমার ছোট বেলা থেকে ঠিক মত বাড়িতে থাকা হয়না। আমি পৈত্রিক ওয়ারিশ মূলে মালিক হই। ছোট তুলাগাঁও মৌজার বি এস -২১৯-নং খতিয়ানভূক্ত সাবেক ২৬৫,২৬৬,ও ২৬৮-নং এবং হাল দাগ ৪৫৩,৪৫৪,ও ৪৫৯-নং দাগে সর্বমোট ১৮-শতক সম্পত্তি। বিগত ২০২০-ইং সনে তফসীলোক্ত সম্পত্তি স্থানীয় সার্ভেয়ার দ্বারা পরিমাপ করিয়া সীমানা নির্ধারণ করিয়া তথায় বসত ঘর(বিল্ডিং) নির্মাণ করি। আমাদের পত্রিকা প্রতিনিধি সরজমিন গেলে বিবাদী মোকারাম কে পাওয়া যায়নি, তার স্ত্রী পারুল আক্তার ও ছেলে স্বীকার করে আমরা এই বিল্ডিং ঘরের একটি কক্ষ ভেঙ্গে ফেলি, আমাদের কে গ্রামের ১৫ জন লোক মিলে বলছে এই সম্পত্তি আমাদের। এ সময় মোতাছাম বিল্লার দাবী ইতিপূর্বেও আমি থানায় লিখিত অভিযোগ দাখিল করি, এছাড়াও তারা আমার বসত ঘরে ইট-পাটকেল করে বসত ঘরের টিনের অনেক ক্ষতি সাধান করে, আমি চাকরি সুবাদে বাড়িতে থাকা হয় না আমার ছোট ছোট বাচ্চারা সব সময় তাদের আতঙ্কে থাকে এ অবস্থায় আমার বাচ্চারা সহ আমার পরিবারের জীবন হুমকির মুখে। তারা সব সময় অকথ্য ভাষায় গাল-মন্দ করে, আমি প্রশাসনের নিকট জোরদাবী জানাচ্ছি যেন সঠিক বিচার করে, আমার প্রায় ১৩-লক্ষাধীক টাকার ক্ষতি-সাধান করে এ মোকারাম বিল্লা সহ তার পরিবার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বরুড়ায় ছোটতুলাগাঁও জায়গা দখল দেওয়ার চেষ্টায় বড় ভাইয়ের বিল্ডিং ঘর ভেঙ্গে দিল ছোট ভাই

আপলোড সময় : 07:18:12 pm, Thursday, 28 March 2024

কুমিল্লা জেলার বরুড়ায় আড্ডা ইউনিয়ন ছোটতুলাগাঁও গ্রামের বড় ভাইয়ের নির্মাণাধীন বিল্ডিং ঘর ভেঙ্গে দিলো একই বাপের সন্তান সৎ ভাই (ছোট ) মোকারাম বিল্লা বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট তুলাগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোকারাম বিল্লা (৪২), তার স্ত্রী পারুল আক্তার(৩৫)-,ছেলে সায়েম মিয়া( ২৪ ) মিলে সিদ্দিকুর রহমান এর বড় ছেলের নির্মাণাধীন বিল্ডিং ঘর ভেঙ্গে দিলো গত ২৩-৩-২০২৪- শুক্রবার জন্মার নাজের সময়।

বাদী মোতাছাম বিল্লা (৪৮) অভিযোগে জানায় আমার ছোট বেলা থেকে ঠিক মত বাড়িতে থাকা হয়না। আমি পৈত্রিক ওয়ারিশ মূলে মালিক হই। ছোট তুলাগাঁও মৌজার বি এস -২১৯-নং খতিয়ানভূক্ত সাবেক ২৬৫,২৬৬,ও ২৬৮-নং এবং হাল দাগ ৪৫৩,৪৫৪,ও ৪৫৯-নং দাগে সর্বমোট ১৮-শতক সম্পত্তি। বিগত ২০২০-ইং সনে তফসীলোক্ত সম্পত্তি স্থানীয় সার্ভেয়ার দ্বারা পরিমাপ করিয়া সীমানা নির্ধারণ করিয়া তথায় বসত ঘর(বিল্ডিং) নির্মাণ করি। আমাদের পত্রিকা প্রতিনিধি সরজমিন গেলে বিবাদী মোকারাম কে পাওয়া যায়নি, তার স্ত্রী পারুল আক্তার ও ছেলে স্বীকার করে আমরা এই বিল্ডিং ঘরের একটি কক্ষ ভেঙ্গে ফেলি, আমাদের কে গ্রামের ১৫ জন লোক মিলে বলছে এই সম্পত্তি আমাদের। এ সময় মোতাছাম বিল্লার দাবী ইতিপূর্বেও আমি থানায় লিখিত অভিযোগ দাখিল করি, এছাড়াও তারা আমার বসত ঘরে ইট-পাটকেল করে বসত ঘরের টিনের অনেক ক্ষতি সাধান করে, আমি চাকরি সুবাদে বাড়িতে থাকা হয় না আমার ছোট ছোট বাচ্চারা সব সময় তাদের আতঙ্কে থাকে এ অবস্থায় আমার বাচ্চারা সহ আমার পরিবারের জীবন হুমকির মুখে। তারা সব সময় অকথ্য ভাষায় গাল-মন্দ করে, আমি প্রশাসনের নিকট জোরদাবী জানাচ্ছি যেন সঠিক বিচার করে, আমার প্রায় ১৩-লক্ষাধীক টাকার ক্ষতি-সাধান করে এ মোকারাম বিল্লা সহ তার পরিবার।