কুমিল্লার বরুড়ায় পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগিতার অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে থানার ওসি বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে।
বুধবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বরাবর এই অভিযোগ জমা দেন জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন।
এতে বলা হয়, আসন্ন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. বাহাদুরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। এর সঙ্গে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে একটি মামলার তথ্য গোপন করেছেন। মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের ওসি উপস্থিত থাকলেও তিনি ‘আঁতাত’ করে মামলার তথ্য গোপন করে সেই মনোনয়ন বৈধ করতে সহায়তা করেন।
ওসি অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ আনা হয় অভিযোগে। বলা হয়, সেই প্রার্থীর পক্ষে কাজ করতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাপও দেওয়া হচ্ছে। বলছেন, কাজ না করলে মামলা ও গ্রেপ্তার করা হবে।
ওসি এভাবে একজন প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি কোন প্রার্থীর পক্ষে কাজ করছি- সেটার প্রমাণ দেওয়া হোক। এগুলো ভিত্তিহীন কথাবার্তা। বরুড়ায় নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুন্দর ও ভালো।”
মামলার তথ্য গোপনের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, এই প্রসঙ্গে তিনি বলেন, “২০০৮ সাল পর্যন্ত আমাদের সব মামলার তথ্য অনলাইনে রয়েছে। এর আগে ওই প্রার্থীর বিরুদ্ধে কী মামলা ছিল, সেটা আমার জানা নেই। যদি কোনো মামলা থাকে, সেটা ম্যানুয়ালি খুঁজে দেখতে হবে।”
উল্লেখ্য আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হতে যাচ্ছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.