নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে অন্যান্য বক্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন খ্রীষ্টান ও হিন্দু ধর্মীয় নেতারা। সেখানে তারা ভেদাভেদ ও বৈষম্য ভূলে সবাইকে এক সঙ্গে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। জামায়াতের অনুষ্ঠানে ভিন্ন ধর্মের নেতাদের এমন অংশগ্রহণের বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে আগতরা।
শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ আলম। মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান ও সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আব্দুল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেয়া দুথজন হলেন-বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শঙ্কর ডমিনিক গমেজ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত সরকার। অনুষ্ঠানে ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ সাহাও উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াত নেতারা তাদের বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন চাইলে আসন্ন দূর্গাপুজায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, ছাত্র প্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.