ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রির জন্য ক্রেতাকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় নাটোরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গেপ্তার শৈবাল নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আবুল ব্যাপারির ছেলে ও লাম শেখ শহরের বড়গাছা এলাকার মিলন শেখের ছেলে।আজ বুধবার (২০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ফেসবুকে ব্লগিং ক্যামেরার বিজ্ঞাপন দেখে সেটি কিনতে মঙ্গলবার ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে মোবাইলফোনের মাধ্যমে যোগাযোগ করে নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আসেন কাইফ ইসলাম মিতুল নামে এক যুবক। ক্যামেরা দেখানোর কথা বলে শৈবাল ও লাম শেখ সহ কয়েক যুবক মিতুলকে নির্মাণাধীন একটি বাসায় নিয়ে অস্ত্রের মুখে সাড়ে ২১ হাজার টাকা ও মোবাইলফোন কেরে নিয়ে পালিয়ে যায়। পরে মিতুল নাটোর থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। নাটোর সদর থানার সাইবার অপরাধ দমন টিম অভিযান চালিয়ে শৈবাল ও লামকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ হাজার টাকা, চাপাতি ও মোবাইলফোন।পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও জানান, প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে অপরাধের বহুমাত্রিক ধরন ব্যবহার করছে অপরাধীরা। সে কারণে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক বেশি তৎপর থাকতে হচ্ছে। একই সাথে সাধারণ মানুষকেও অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.