ফরিদপুর ব্যুরো ###
ফরিদপুর জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর, অফিসের সামনে কয়েকটি মোটরসাইকেলে আগুন, ১৫ আগস্টের কমপক্ষে ১২টি তোরণ ভাঙচুর, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরসহ শহরে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সামনে জমায়েত হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে তারা মিছিল সহকারে গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের আলীপুর এলাকায় পৌঁছে। এ সময় তারা ১৫ আগস্টের বঙ্গবন্ধুর ছবি সংবলিত কয়েকটি গেট ভাংচুর করে।
এরপর তারা আলিমুজ্জামান ব্রিজ পার হয়ে আলীপুর এলাকার রাসেল স্কয়ারের জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে এবং অফিসের সামনে রাখা টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এদিকে শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে একদল মানুষ। এ সময় উত্তেজিত জনতা সেখানকার আশপাশের কমপক্ষে ৫টি তোরণ ভাঙচুর করে বলে জানান স্থানীয়রা।
মাঝে মধ্যে পুলিশের বাধার মুখে পড়লেও আন্দোলনকারীরা জোর করে এগিয়ে যায়। এরপর তারা শহরের পূর্ব পাশে রাজেন্দ্র কলেজসংলগ্ন ছাত্র সংগঠন রুকসু ভবন ভাংচুর করে অগ্নিসংযোগ করে। এসময় রাজেন্দ্র কলেজের দক্ষিণ পাশে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর উত্তেজিত ছাত্রজনতা বেলা পৌনে ১২টার দিকে শহরের কোতোয়ালি থানার দক্ষিণ পাশে পূর্বখাবাসপুর আড়ং এর মোড়ে এসে পৌঁছায়।
এ সময় ছাত্ররা জনতা ব্যাংকের মোড়ের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী মিছিল এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সেখানে রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হিতৈষী স্কুলের সামনে বসে থাকলে আন্দোলনকারীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এক পর্যায়ে তাদের বসে থাকার চেয়ার একত্র করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এসময় কোতয়ালী থানার দক্ষিণ পাশে পূর্বখাবসপুর আড়ংয়ের মোড়ে রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোনকারীদের কাছাকাছি সাজোয়া যান দেখা যায়। এ সময় পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের সরে যেতে বললে তারা একপর্যায়ে সেখান থেকে তারা মেডিকেল কলেজের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
এদিকে দুপুর সাড়ে ৩টার দিকে শহরের রাজবাড়ি রাস্তার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ভাঙ্গা রাস্তার মোড়, আলীপুর গোরস্থান মোড় এলাকায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে বলে স্থানীয়রা জানায়। এছাড়া শহরের রাজবাড়ি রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড় এলাকার দুটি পুলিশ বক্সে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে শহরের মধ্যে নিউমার্কেট ও থানা এলাকায় আন্দোলনকারীদের যেকোন মূল্যে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। বর্তমানে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে কমসংখ্যক রিকশা চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.