নাটোরের সিংড়ার পৌর এলাকার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী হাট সিংড়া খালে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমেছেন সিংড়া উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ৯ টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এই খাল ঘিরে এক সময় মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো। তবে বর্তমানে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ময়লা আর আবর্জনার এসে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল।
এদিকে প্রথমবারের মত এই খালটি উদ্ধার আর পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এসময় খাল পরিষ্কারের পাশাপাশি খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থায়ী অবকাঠামো আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার হুশিয়ারি দেন তিনি। খালটি পরিষ্কার করায় বাজারের লোকজন দুর্গন্ধ থেকে রেহাই পাবে । এমন উদ্যোগকে আমন্ত্রণ জানান সামাজিক সংগঠন গুলো।