ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ১শ জন কৃষকদের মাঝে পেয়াজের বীজ বিতরণ করা হয়।
বুধবার (৯ অক্টোবর) বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, আমাদের দেশে পেঁয়াজ নিয়ে অনেক রাজনৈতি হয়। কখনো দাম কমে কখনো বাড়ে তা সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ বেশি বেশি উৎপাদন করতে হবে। এজন্য সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার,ছত্রাক নাশকও কীটনাশক বিতরণ করছেন, আপনারা কৃষি কর্মকর্তা পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, বিএনপি সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী সাংবাদিক মো আকতারুল ইসলাম আক্তার প্রমুখ।