পাওনা টাকা চাওয়ায় হোটেল কতৃপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে রংপুর নগরীর পীরজাবাদ এলাকায় অবস্থিত প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীর বিরুদ্ধে।
থানার অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়।
নগরীর পীরজাবাদ কোতোয়ালি মেট্রোপলিটন থানা এলাকার মহুবার রহমান এর পুত্র মাসুদ রানা দীর্ঘদিন ধরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট চালিয়ে আসছেন।
ঘটনার দিন ৫ মার্চ ২০২৪ ইং বিকাল তিনটার সময় রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী তাজহাট থানা কেশবপুর এলাকার গোলাম মোস্তফার পুত্র স্যামুয়েল হাসান সিহাব (২৫)রিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট আসেন।
সেখানে ৭৫-টাকার খাবার খেয়ে সে টাকা না দিয়ে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ঐশী নামের এক শিক্ষার্থীর বাঁকির খাতায় লিখে রাখতে চায়।
তখন হোটেলের মালিক মাসুদ রানা তাকে বলে এখানে লেখা যাবে না প্রয়োজনে আপনি পরে এসে আমাকে টাকা দিয়েন।
তখন স্যামুয়েল হাসান সিহার ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে ঐ দিন বিকেল চার সময় স্যামুয়েল হাসান সিহান,তালহা,লিমন,সহ অজ্ঞাত ২০ থেকে ২২ জন সন্ত্রাসী হাতে লোহার পাইপ লাঠি শোটা দেশিও অন্ত্রসহ অস্ত্রে সজ্জিত হয়ে অত্র প্রতিষ্ঠানে ভিতরে অনধিকার প্রবেশ করে এলোপাথারিভাবে মারপিট করে।
স্যামুয়েল হাসান সিহাব এর হাতে থাকা লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাসুদ রানার মাথায় আঘাত করে মাথার বাম পাশে ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এমনতো অবস্থা স্যামুয়েল হাসান সিহাব ক্যাশে থাকা ১,১০,০০০/- টাকা বের করে নেয়।
ঘটনা স্থানে থাকা অজ্ঞাতনামা ২০/২২ জন হোটেলের চেয়ার, টেবিল, মিষ্টি রাখার কাচের গ্লাস যুক্ত আলমারী, ক্যাশ টেবিল, ওভেন, ব্যালেন্ডার, গ্যাসের চুলা, মেলামাইনের প্লেট ১০০টিসহ বিভিন্ন জিনি ভাংচুর করে অনুমান ৬০,০০০ হাজার টাকার ক্ষতি করে।
এছাড়াও হোটেলে থাকা বিভিন্ন ধরণের খাবার ছিটে ফেলে দিয়ে অনুমান ১৫,০০০/- টাকার ক্ষতি করে।
এসময় আশপাশের দোকানদার এগিয়ে এলে মাসুদ রানা কে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন ও সাজ্জাদ সহ এ্যাম্বুলেন্স যোগে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে ওসি তদন্ত মেট্রো কোতোয়ালি শাহ্ আলম সরদার এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন অভিযোগ করেছে আমরা অভিযোগ আমলে নিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.