রাজশাহীতে পোল্টি ব্যবসায়ী রাজু আহমেদকে পাওনা টাকা তুলতে গেলে ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে৷
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আরেক ব্যবসায়ী ফারুক হোসেনের বিরুদ্ধে অর্থ ছিনতাই ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলনে পোল্টি ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ২৬ নভেম্বর ব্যবসায়ীক লেনদেন এর সূত্র ধরে আমি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মোড় এলাকায় অপর ব্যবসায়ী ফারুক হোসেন সাথে দেখা করতে যায়। সেই সময় ফারুক হোসেন এর নিকট হতে আমার পাওনা ২০লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা চাইলে তিনি তার সংঙ্গীয় ১৫-২০ জন নিয়ে আমার উপর চড়াও হয়। আমাকে বেধড়ক মারধর করে আমার নিকটে থাকা প্রাথ ৪লক্ষ টাকা ছিনতাই করে৷ এরপর স্থানীয়রা আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷
তিনি আরো বলেন, এঘটনার পর হাসপাতাল হতে চিকিৎসা নিয়ে দুইদিন অসুস্থতা কাটিয়ে উঠে সংবাদ সম্মেলনের আয়োজন করি৷ এরপর আমি নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবো। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার ছিনতাই হওয়া অর্থ ফেরত চাই এবং আমার উপর হামলার সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবী জানাই৷
ব্যবসায়ীক লেনদেনের জের ধরে হামলা ও ছিনতাইয়ের বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসনে জানান, এঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.