রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে রেলের এক দপ্তরে বসে মাদক সেবনের অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি তাদের মাদক সেবন সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও স্বপ্নের বাংলাদেশ নিউজের হাতে এসে পৌঁছেছে।
অভিযুক্তরা হলেন,সিপাহি সাদ্দাম হোসেনে এবং শাহিনুর রহমান শাহিন। তারা দুজনেই রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে আরবিআর শাখার নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছেন।
মাদক সেবনের বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, (আরএনবি) ওই দুই নিরাপত্তা কর্মী রেলওয়ে ভবনের একটি দপ্তরে বসে ইয়াবা সেবন করছেন।
প্রথম একটি ভিডিওতে দেখা যায়,সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এর কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছে। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহি শাহিনুর রহমান। এরপর তার কথা বলা শেষ হলে দুজনই একসঙ্গে মাদক আড্ডায় মেতে উঠেন। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এমন মাদক সেবন।
নাম প্রকাশে অনিচ্ছুক (আরএনবি) নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান,সাদ্দাম ও শাহিনুর নিয়মিত মাদক সেবন করে। প্রায় সময় তারা রেলওয়ে ভবনের বিভিন্ন কক্ষে রাতে মাদকের আড্ডা বসায়। এতে যোগ দেয় বহিরাগতরাও। তাদের এমন কর্মকাণ্ড চললেও রাজনৈতিক ছত্রছায়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
এ বিষয়ে নিরাপত্তা কর্মী অভিযুক্ত (সিপাহি) শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন এবং প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা চালান।
অপর অভিযুক্ত সাদ্দাম হোসেনকে মুঠোফোনে কল দেওয়া হলে, তিনি তার ফোনটি বন্ধ করে দেন।
রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল (আরএনবি) শাখা চিফ কমান্ডার আসহাবুল ইসলাম জানান,এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.