নীলফামারীর ডিমলায় 'উপজেলা মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতির" আয়োজনে পরপর তিনবার নির্বাচিত নীলফামারী- ১ আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে সংবর্ধনা দিয়েছেন।
সোমবার (১ এপ্রিল) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের আফতাব উদ্দিন সরকার অডিটোরিয়াম হলে সংবর্ধনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষক- কর্মচারী সমিতির সভাপতি এবং ছোটখাতা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বজলার রহমান।
বড়জুম্মা দারুসসালাম দাখিল মাদরাসার সুপার ও মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে সালমা, সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারসহ উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধানগণ, সহপ্রধানসহ সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এমপি মহোদয়কে সংবর্ধনা দেওয়ায় তিনি মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.