নীলফামারীর ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
শুক্রবার (১৪-জুন) উপজেলার ৭নং খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে ২ টি ধারালো ছোরা, একটি লোহার হাতুড়ি, সবুজ রঙের একটি লোহার এঙ্গেলের চৌকোণা রড, একটি হেবী টর্চ লাইট, রিফ্লোক্টিং ভেষ্ট ২ টি, ১ টি টয়োটা ব্র্যান্ডের সিলভার রঙ্গের প্রাইভেট কার,৭ টি মোবাইলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,বগুড়ার গাবতলী থানার মালিয়ার ডাঙ্গা এলাকার মোঃ লয়া প্রামানিকের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩০), বগুড়ার সোনাতলা এলাকার পশ্চিম পদ্মপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সোনা মিয়া (৩০), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আলী হাসান বাবু (৩১) ও একই উপজেলার পার্শ্ববর্তী ইসলামবাগ বড় মসজিদ এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সবুজ হোসেন (২৭)।
এই চারজনকে আটকের সময় তাদের সহযোগী বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপার এলাকার আজাদুল হকের ছেলে শান্ত ইসলাম (২৬) সহ চার পাঁচ জন আসামি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে ঘটনার সত্যতা স্বীকার করে বলে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, ভ্রাম্যমান অবস্থায়, মাইক্রোবাস, জীপসহ বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো এরা। এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতক নামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরো জানান, আসামিরা বিভিন্ন থানার এজাহারভুক্ত আসামি। এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.