রাজশাহী মহানগরীতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বুধবার সকাল থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বিশেষ এই অভিযান শুরু হয়। বুধবার নগরীর ২৫, ২৪, ১৯, ১৮, ১৫নং ওয়ার্ডের বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান টাস্কফোর্স কমিটির আহবায়ক রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম ও কমিটির অপর সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
পরিদর্শনকালে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পাড়া মহল্লায় মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে এবং সম্মানিত কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের আওতায় নগরীর প্রতিটি ড্রেনে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম জোরদার করা হচ্ছে। ড্রেনের পানি প্রবাহ অব্যাহত রাখতে ড্রেন স্লাবে মশার ওষুধ প্রয়োগ করা হচ্ছে। মশক নিয়ন্ত্রণে মশক কর্মী ও ড্রেন শ্রমিকদের সমন্বয়ে ওয়ার্ড কমিটি এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিয়ন্ত্রণে রাসিকের বিশেষ এই কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.