সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘যানবাহন মেরামত কারখানাগুলোকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
এর জন্য বিভাগীয় কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি তালিকা করবে কোথায় কোথায় যানবাহন মেরামত কারখানা আছে। এরপর এসব কারখানাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে কাজও শুরু হয়েছে।
এদিকে অচল গাড়ি সচল, নকশা পরিবর্তন ও মোটরগাড়ির যে কোনো সমস্যার সমাধানে যন্ত্রাংশের সংযোজনসহ নানান কাজ মেরামত হয় ওয়ার্কশপে। এ ছাড়া নতুন বডি তৈরি, গাড়ি রিমডেলিং, ইঞ্জিনের নাট, চেসিস, বিয়ারিং, টায়ার ও স্প্রিংসহ ছোট-বড় নানা সমস্যা সমাধান করা হয় এখানে। তবে এবার এসব ওয়ার্কশপকে নিবন্ধনের আওতায় আনছে বিআরটিএ। সংস্থাটি বলছে, এতে যন্ত্রাংশের গুণগত মান ঠিক থাকবে।
নুর মোহাম্মদ মজুমদার আরও জানান, চলতি বছরের মে পর্যন্ত সারাদেশে নিবন্ধনকৃত মোটরযানের সংখ্যা ৬০ লাখ ৭০ হাজার ৫৪১টি। এর মধ্যে বাস ৫৫ হাজার ১৫টি, মোটরসাইকেল ৪৪ লাখ ১৭ হাজার ৩৮৮টি।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.