শিশু নাতনী রাজিয়ার হাত ধরে ভিক্ষা করে সংসার চালাচ্ছে চক্ষু প্রতিবন্ধু সত্তার গাজী। প্রতি শুক্রবার সদর বাউফল উপজেলার সকল দোকানে ঘুরে ঘুরে দুই/ এক টাকা করে ভিক্ষা তুলেছে।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে। মোবাইল সাংবাদিকতার ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১ ঘটিকায় গোলাবাড়ী মোড়ে ভিক্ষা করার সময় প্রতিবদকের দেখা হয়। ১০ মিনিটের আলাপচারিতায় সত্তার গাজী জীবন ও জীবিকা তুলে ধরেন। চক্ষু সমস্যা ও শারীরিক ভাবে কাজ করতে অক্ষম। স্ত্রী। নাতনাতনী সহ ৬ সদস্য পরিবার। কোনা জায়গা জমি নেই। ৩ মেয়ে ২ ছেলে। ছেলে খেকন মারা যাওয়ার পর সেই মৃতু্্য ছেলে রেখে যাওয়ার ৩ সন্তানের খাবার দায়িত্ব সত্তার গাজী। প্রতিবন্ধী হিসাবে সরকরারি সামাজিক নিরাপত্তা ভাতা পেলে ৬ মাসে ৩ হাজার টাকা। তাও এসরকারে আমলে পাবে কিনা তা নিয়ে রয়েছে দুচিন্তা। সপ্তাহর ১ দিন শুক্রবার ১শত থেকে ২ শত টাকা ভিক্ষায় কেমন সংসার চলে রাগাম্বিত কন্ঠে বলে চলে গেলেন ভিক্ষার জন্যে পাশের দোকানে.......
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.