নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারীচালিত অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোভ্যানের চালক বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু আলী (৫৫) ও ট্রাক চালক বাগেরহাট জেলার মড়লগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তাকিম শেখ (২৩)।
স্থানীয় সূত্রে জানাযায়, নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুর গামী ব্যাটারীচালিত অটোভ্যানের সাথে খুলনা থেকে নাটোরগামী ট্রাকের সংঘর্ষে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক নিহত হয় এবং আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, দুর্ঘটনা কবলীত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.