সাইফুর রহমান রিপন জেলা প্রতিনিধি, নাটোর
নাটোরে স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব।এ সময় শহরের চকরামপুরে অবস্থিত মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারকে মিথ্যা বিজ্ঞাপনের জন্য ৫০ হাজার এবং বড়হড়িশপুর এলাকার আল-সান ক্লিনিকের ফ্রিজে খাদ্য সামগ্রী রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কানাইখালী এলাকায় অবস্থিত আমজাদ খান চৌধুরী (একেসি) ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটাকে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর ভেতর একটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।অভিযানে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রাসেল প্রমুখ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.