নাটোরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. রাহুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) দিনগত রাত পৌনে ৯টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাহুল ইসলাম শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী মো. বেলাল হোসেনের ছেলে। সে নাটোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রাহুল। এ সময় শহরের ভবানীগঞ্জ এলাকার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় রাহুল।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।