নাটোরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, ভুট্টা, গম, ধান, রসুনসহ ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে হঠাৎ জেলার সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলা। বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। শিলার কারণে ঝড়ে পড়েছে আম, লিচুর ছোট আকারের গুটি।এদিকে বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর উপজেলায় ধান, গম, ভুট্টা, রসুনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর, রোলভা, খাঁকসা, বাগডোম এলাকা দিয়ে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।
গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা, ধারাবারিষা, শিধুলী, পাটপারা এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে করে এসব এলাকায় আম, ধান, রসুন, ভাঙ্গি, শাকসবজি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় আধা ঘণ্টাব্যাপী ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এসময় কোথাও কোথাও বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.