নাটোর জেলা পুলিশের তথ্য সূুত্রে জানা যায়,চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে গত ১১ অক্টোবর শুক্রবার সন্ধা ৬.৩০ মিনিটে নাটোর সদর থানার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে পুলিশের চেকপোস্ট পরিচালিত হয়।
এ সময় রাজশাহী হতে আগত একটি সাদা রংয়ের প্রাইভেট কার পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গতিতে তেবাড়িয়া বাজারের দিকে চলে যায়, একই তারিখ সন্ধা ৬.৫০ ঘটিকায় পুলিশের কাছে তথ্য আসে, তেবাড়িয়া রেলক্রসিংয়ের আনুমানিক ৫০ গজ আগে নির্মাণাধীন মহা সড়কে একটি প্রাইভেট কার দুর্ঘটনা কবলিত হয়ে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে রাস্তার উপর পরে আছে।
খবর পেয়ে পুলিশ সন্ধা ০৭.০৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে, স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারে থাকা আবু বক্কর(২২) নামে একজন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ডালা তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ পোটলা গাঁজা, প্রতি পোটলা ২কেজি করে মোট ৬০ কেজি গাঁজা,সহ দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার যার রেজিঃনং ঢাকা মেট্রো খ -১২-২২১৩,ও সিম বিহীন একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করে পুলিশ,।
এ ঘটনায় প্রাইভেট কারে থাকা অপর ২জন পালিয়ে যায়। আটককৃত আসামী আবু বক্কর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভী বাড়ি) এলাকার বাসিন্দা, সে মো: মুজিবুর রহমানের ছেলে।
অপরদিকে গত ০৭ অক্টোবর দিবাগত রাত ১.১৫ ঘটিকায় রাজশাহী মেডিকেলের গুরুত্বপুর্ণ সরজ্ঞামের গাড়ি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় ,নাটোরের তেবারিয়া রেলক্রসিং পার হওয়ার সময় একটি শব্দ শুনতে পায় ,পরে গাড়িতে থাকা ব্যাক্তিদ্বয় গাড়ি থামিয়ে দেখতে পায় পেছনের ত্রিপল কেটে ২ টি কার্টুন কেউ নিয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা । পরে বিষয়টি নাটোর জেলা পুলিশ অবগত হলে , নাটোর জেলা পুলিশ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত চোর চক্রের ৫ সদস্য কে গ্রেফতার ও মালামাল সহ চুরির কাজে ব্য়বহ্রত ২টি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় নাটোর জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় , এই চক্রটি বিভিন্ন মালবাহী গাড়ি টার্গেট করে মোটর সাইকেল যোগে পিছু নেয় ,পরে চলন্ত গাড়িতে ঝুকি নিয়ে উঠে মালামাল চুরি করে এই চক্র । উক্ত ঘটনায় পৃথক ২টি মামলা রুজু হয়েছে ।
নাটোরে জেলা পুলিশের পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা সহ রামেকের অপারেশন থিয়েটারে ব্যবহ্রত প্রায় ৩০ লক্ষ টাকার চুরি যাওয়া মালামাল সহ মোট ৬জন গ্রেফতার।
মো: রাসেল নিজস্ব প্রতিবেদক:-এ নিয়ে প্রেস ব্রিফিং করেছে নাটোর জেলা পুলিশ সুপার মো: মারুফত হোসাইন,
নাটোর জেলা পুলিশের তথ্য সূুত্রে জানা যায়,চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে গত ১১ অক্টোবর শুক্রবার সন্ধা ৬.৩০ মিনিটে নাটোর সদর থানার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে পুলিশের চেকপোস্ট পরিচালিত হয়।
এ সময় রাজশাহী হতে আগত একটি সাদা রংয়ের প্রাইভেট কার পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গতিতে তেবাড়িয়া বাজারের দিকে চলে যায়, একই তারিখ সন্ধা ৬.৫০ ঘটিকায় পুলিশের কাছে তথ্য আসে, তেবাড়িয়া রেলক্রসিংয়ের আনুমানিক ৫০ গজ আগে নির্মাণাধীন মহা সড়কে একটি প্রাইভেট কার দুর্ঘটনা কবলিত হয়ে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে রাস্তার উপর পরে আছে।
খবর পেয়ে পুলিশ সন্ধা ০৭.০৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে, স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারে থাকা আবু বক্কর(২২) নামে একজন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ডালা তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ পোটলা গাঁজা, প্রতি পোটলা ২কেজি করে মোট ৬০ কেজি গাঁজা,সহ দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার যার রেজিঃনং ঢাকা মেট্রো খ -১২-২২১৩,ও সিম বিহীন একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করে পুলিশ,।
এ ঘটনায় প্রাইভেট কারে থাকা অপর ২জন পালিয়ে যায়। আটককৃত আসামী আবু বক্কর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভী বাড়ি) এলাকার বাসিন্দা, সে মো: মুজিবুর রহমানের ছেলে।
অপরদিকে গত ০৭ অক্টোবর দিবাগত রাত ১.১৫ ঘটিকায় রাজশাহী মেডিকেলের গুরুত্বপুর্ণ সরজ্ঞামের গাড়ি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় ,নাটোরের তেবারিয়া রেলক্রসিং পার হওয়ার সময় একটি শব্দ শুনতে পায় ,পরে গাড়িতে থাকা ব্যাক্তিদ্বয় গাড়ি থামিয়ে দেখতে পায় পেছনের ত্রিপল কেটে ২ টি কার্টুন কেউ নিয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা । পরে বিষয়টি নাটোর জেলা পুলিশ অবগত হলে , নাটোর জেলা পুলিশ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত চোর চক্রের ৫ সদস্য কে গ্রেফতার ও মালামাল সহ চুরির কাজে ব্য়বহ্রত ২টি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় নাটোর জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় , এই চক্রটি বিভিন্ন মালবাহী গাড়ি টার্গেট করে মোটর সাইকেল যোগে পিছু নেয় ,পরে চলন্ত গাড়িতে ঝুকি নিয়ে উঠে মালামাল চুরি করে এই চক্র । উক্ত ঘটনায় পৃথক ২টি মামলা রুজু হয়েছে ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.