শনিবার দুপুরের দিকে উপজেলার ইটালি বাজারের মসজিদ সংলগ্ন পুকুরে খালার সাথে গোসল করতে গিয়ে নাহিদ নামের শিশুটি ডুবে যায়।নাহিদ হোসেন উপজেলার দেওয়াগাছা সংলগ্ন এলাকার বাসিন্দা রবিউল হুসাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ দুপুরে বাড়ির পাশে পুকুরে খালার সাথে গোসল করতে নামে। খালা অন্যদিকে কাজে ব্যস্ত থাকায় পানির গভিরে হারিয়ে যায়।পরিবারের সদস্যরা তাকে বাড়িসহ আশপাশে না পেয়ে পুকুরের চারপাশে খুঁজতে থাকে।
এক পর্যায়ে বেলা ৩টার দিকে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরিবারের লোকজন ছেলেটিকে দাফনের ব্যবস্থা নিয়েছে।