নাটোরের সিংড়ায় মঙ্গলবার বেলা ১২ টার দিকে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় মোঃ আলী (২০) নামের এক যুবকের।
সিংড়া পৌর এলাকার ২নং ওয়ার্ডের উত্তর দমদমা পূর্বপাড়া এলাকার মোঃ আবু তালেবের বড় ছেলে সে। মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর আর তার খোঁজ পাওয়া যায় না, সাথে থাকা ব্যক্তি ও পরিবারের সদস্যরা মিলে অনেক খোঁজাখুঁজির পরে উজান থেকে ভেসে আসা কচুরিপানার মধ্যে তার মৃত দেহ পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা আশংকা করছেন ডুব দেওয়ার পর পানির নিচে মাছ ধরা অবস্থায় নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকলে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে অবাঞ্চিত কচুরিপানায় আটকে গিয়ে তার মৃত্যু ঘটে। মৃত দেহ খুঁজে পাওয়ার পর মৃত্যুর সত্যতা নিশ্চিতের জন্য দক্ষিণ দমদমা এলাকার মোঃ ওসমান আলী ও পরিবারের কয়েকজন মিলে মৃত মোঃ আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোঃ আলীর পরিবারে শোকের ছায়া পড়েছে কেননা কিছুদিন যাবত আলীর বিয়ের কথা চলছিল, অকাল সন্তানের মৃত্যুতে মা ও পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম পড়েছে।
জিএমআরএ
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.