দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"এ প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন ।উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) দেওয়ান আকরামুল হক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) দেওয়ান আকরামুল হক।তিনি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও নতুন করে দেশ স্বাধীনের যুব সৈনিকদের বিষয়ে তাৎপর্যপুর্ণ আলেচনা তুলে ধরে তিনি বলেন যুব সমাজের দ্বারাই দেশটা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন যুবকদের কারনে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যুব প্রেমী মানুষ,।নলডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের মধ্যে দিয়ে বেকার দূরীকরণের সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে, তিনি যুবকদের চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলার আহবান জানিয়েছেন।
উক্ত আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, আশিকুর রহমান সহকারী কমিশনার(ভূমি)।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুজ্জোহা, ছাত্র সমন্বয়ক মোঃ রাকিবুল ও মোঃ আশিক।
এসময় নলডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান মাধ্যমে সফল হওয়ার গল্প তুলে ধরেন মোঃ আসাদুল ইসলাম, মোছাঃ রহিমা খাতুন সহ আরও অনেকেই।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়নের অফিস সহকারী মোঃ সবুজ, অফিস সহায়ক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ সহ উপজেলা যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে সফল যুব পুরুষ ও মহিলা সদস্যরা।
দিবসটি উপলক্ষে যুব র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনা শেষে যুবক ও যুবতীদের মাঝে ৮ জনকে ৫লক্ষ ৩০ হাজার টাকা ঋনর চেক ও ৩০ জনের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী মোঃ রাসেল।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.