কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বার্ষিক পরিদর্শন করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার)।
উক্ত পরিদর্শন কালীন সময়ে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শনসহ থানার অফিসার ও ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ের উপর দিক-নির্দেশনা প্রদান করেন।
থানার বার্ষিক পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জনাব জাহিদুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (নাঙ্গলকোট থানা) জনাব দেবাশীষ চৌধুরী ও কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।