চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নব কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) চৌদ্দগ্রাম পৌর ভবনের দক্ষিণ পাশের মজুমদার মার্কেটের ২য় তলায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নেতা দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার অধ্যাপক মীর শাহ আলম। চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ভোরের কলাম এর সম্পাদক তৌহিদ মাহমুদ অপু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন ভোর এর সম্পাদক মোঃ সোহাগ মিয়াজীর পরিচালনায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, মীর মাজহারুল হক রনি, সিনিয়র সহ সভাপতি এমএ মান্নান, দপ্তর সম্পাদক এমএ রউফ, সহ দপ্তর সম্পাদক সবুজ খন্দকার, অর্থ সম্পাদক আতাউর রহমান রিপন, প্রচার সম্পাদক শফিউল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মজুমদার।
মিটিং শেষে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দগন।