নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে তুলারাপুর বাজার এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের নির্বাচনী প্রচার কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন।
জানাগেছে, নড়াইল পৌরসভার নতুন ভবনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ভোট ক্যাম্পেইন করা, দেয়ালে পোষ্টার, পাঁচের অধিক সমর্থকদের সাথে নিয়ে ভোট ক্যাম্পেইন করা, মোটরসাইকেল শোভাযাত্রা করাসহ ৫টি নির্বাচন আচরনবিধি ভঙ্গের দায়ে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে ১০ (দশ) হাজার টাকা জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।
তিনি জানান, আচরণবিধি মানতে হবে, ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সোমবার সদর উপজেলা নির্বাচনে
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে জরিমানা।
সোমবার(১৩মে) দুপুরে রপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারনা চলাকালে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান,’আচরনবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে ৭ হাজার টাকা ও তুফান মাহমুদ তুফান কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরনবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে ,তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.