প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৬:০৯ পি.এম
নড়াইলে সেনাবাহিনী সফল অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬
নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।
আটকরা হলেন,কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও তার ভাই কিছলু বিশ্বাস (৩৬), জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (৩০), জিলমান শেখের ছেলে মো. শোয়াইব শেখ (৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২২) এবং ওই উপজেলার মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে রাজু বিশ্বাস হামিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার)।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অবৈধ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায় কালিয়া সেনা ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে ওই এলাকার পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকস্টিক, ১৪টি কাঁচি, ৯টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুড়াল এবং পাঁচটি ঢাল জব্দ করার পাশাপাশি ছয়জনকে আটক করে সেনাবাহিনী।
এ সময় তিনটি মদের বোতলও জব্দ করা হয়। পরে আটকদের দুপুরে সেনাক্যাম্প থেকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.