রাজশাহী নগরীর ফিরোজাবাদ এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগ রাতে শাহমখদুম থানা পুলিশ বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম গৌতম কুমার সাহা। তিনি পাবনা জেলার বেড়া থানার নগরবাড়ি এলাকার মৃত গৌড় চন্দ্র সাহার ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকায় বসবাস করতো।
নগরে পুলিশৈ জানায়, গৌতম কুমার সাহার বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় আদালতের মামলায় ১ বছর কারাদণ্ড ও ৮০ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এরই প্রেক্ষিতে গতকাল (২৬ মে) দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে, গৌতম বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার একটি দল রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে গৌতমকে ফিরোজাবাদ থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।