নগরভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজ শুরু করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র নগরকন্যা ডা. তাহসীন বাহার সূচনা। সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এসময় পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা। এর আগে বেলা সাড়ে ১১টায় নগর উদ্যানের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান মেয়র তাহসিন বাহার সূচনা ।
সোমবার (৮ এপ্রিল ) বেলা সাড়ে ১২টায় নতুন বেনারসি শাড়ি পরে মা মেহেরুন্নেসা বাহার কে সঙ্গে নিয়ে নগর ভবনে আসেন ভূমিধস বিজয় অর্জনের অধিকারী প্রথম নারী মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে প্রবেশের সময় লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনাকে বরণ করেন নগরকন্যা খ্যাত নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে।
মেয়রের কার্যালয়ে প্রবেশ করে কুশল বিনিময় শেষে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মেয়র তাহসীন বাহার সূচনা। এ সময় তাকে খুবই প্রাণবন্ত দেখা যায় এবং প্রথম দিনের কর্মদিবসের অনুভূতি প্রকাশ করেন সাংবাদিকদের সাথে। এসময় সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, মেয়র তাহসিন বাহার সূচনার মা বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার সহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
মেয়রের দায়িত্ব গ্রহণ করার পর ডা. তাহসীন বাহার সূচনা বলেন, 'মেয়র নয়, আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগর উন্নয়নে ও নগরবাসীর কল্যাণে কাজ করবো। আমার কাজের প্রথম গুরুত্বে থাকবে নগরীর যানজট নিরসন করা। দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা হবে। এছাড়া এক এক করে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।
ডা. সূচনা আরও বলেন, ‘আজকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমার জীবনের বড় ধরনের একটি সূচনা হলো। আমাকে যারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রয়াত মেয়র রিফাত চাচা দূর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরু করেছিলেন। অতীতের মতো কোন দুর্নীতিবাজদের প্রশ্রয় দেব না। জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করব ইনশাল্লাহ। চলমান উন্নয়নকাজের মধ্যে প্রথমেই মেগা প্রকল্পের কাজ শেষ করতে চাই, যা প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।”
ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যৈষ্ঠ কন্যা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এবারের নির্বাচনে তাঁকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ‘নগরকন্যা’ উপাধি দেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বিলুপ্ত কুমিল্লা পৌরসভার টানা দুইবারের চেয়ারম্যান ছিলেন।
গত বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) সকাল ১০টায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই শপথ অনুষ্ঠান হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করার। গতকাল ৮ এপ্রিল (সোমবার) আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদীর নিকট থেকে।
নগর ভবন সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হয়। উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ‘বাস’ প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার। তিনি টানা দুইবারের মেয়র মনিরুল হককে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রায় এক যুগ আগে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। পৌরসভার আমল থেকে শুরু করে এবারই প্রথম কোনো নারী মেয়র পদে বসলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপির নেতা মো. মনিরুল হক সাক্কু। ২০২২ সালের ১৫ জুন মেয়র পদে জয়ী হন হাজী বাহার এমপির অনুসারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। মেয়রের শূন্য পদে ৯ মার্চ ভোট হয়।
উল্লেখ্য, গত ৯ মার্চ মেয়র পদে উপনির্বাচনে কুমিল্লা সিটির ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনার বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। ডা. তাহসীন বাহার সূচনার প্রাপ্ত ভোট অপর তিন প্রার্থীর প্রাপ্ত মোট চেয়েও বেশি। এ ভূমিধস বিজয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতা-কর্মী সহ নগরবাসী।
সুমন চিশতী
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.