নওগাঁর মান্দায় বিষ্ফোরক মামলায় আ’লীগ নেতা সোহেল আহম্মেদ তুফান কে আটক করেছে পুলিশ। আটককৃত তুফান (৪২) উপজেলার গণেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামের প্রয়াত এ্যাডভোকেট অহিদ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি গনেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন ওসি।
অপরদিকে আটকৃত তুফানের পরিবারের পক্ষ থেকে বলা হয় যে, উনি আওয়ামীলীগের দলীয় কোন পদে নেই। তুফানের বড় বোন শাহিনা আক্তার লাকি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নওগাঁ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা।বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সতন্ত্র এমপি পদপ্রার্থী গামা’র একজন সমর্থক ছিলেন তিনি। অথচ, একই গ্রামের প্রতিপক্ষ নওগাঁ জজ কোর্টের প্রয়াত এ্যাডভোকেট আশরাফুল ইসলাম বশির এর ছেলে ও মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকের জামাই আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য এ্যাডভোকেট আতিয়ার রহমান মিথন গংয়ের সঙ্গে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, চাঁদাবাজি,অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামে এক ব্যাক্তি মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার সন্ধ্যায় তাকে আটক করে আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।